শুক্রবার, ২৩ জুলাই, ২০১০

সিনেমায় ব্যবহারের জন্য তিনটি গান

এক. হাওয়ার গান

উজান বাওয়ে পাল সাজাই
হাওয়া রে তোর দেখা নাই
আমি হাল ধইরাছি বিষম দইরার মাঝে
কি হায় রে... ।।

গুণ টানবে সেই বান্ধব কই
তাই তো হাওয়ার শরণ হই
এই বিষম দইরা পার করবে কে আজি
কি হায় রে... ।।

কুষ্টার বোঝা কষ্টের জল
হাওয়া রে তোর এমন ছল
ও কি যায় রে যায় মোর সদাইয়ের বেল আজি
কি হায় রে... ।।

উজানের ঢেউ ভাটির টান
হাওয়ারে তোর ভাইটাল গান
মোর নাই রে বইঠা, যায় ভাইঙ্গা কাছি
কি হায় রে... ।।


কথা: গুঞ্জন চৌধুরী,
সুর: প্রচলিত
সঙ্গীতায়োজন: ফোয়াদ নাসের বাবু
কণ্ঠ: শরীফ বাউল




দুই. ভব-নায়ে

ভব-নায়ে চড়লি একা নামবি একা
মাঝ গাঙ্গেতেও রইলি রে তুই সঙ্গী-ছাড়া
তবু রে এই মানুষের অন্তরেতে আঁধার ভরা ।।

ও মানুষ নয় সে তামা নয় রে পিতল
নয়কো সোনা, নয় রে হীরা
যেমন তিন টাকার এক মাটির পাতিল
তেমনি মানুষ মাটির গড়া ।।

ভোলা মন করলি যতন গড়লি রে ধন
মন-মদনের করলি ভজন
ও দেখ্ শূণ্য রে তোর সুখের সদন
শূণ্য রে তোর লাভের ঘঁড়া ।।

পিছনের ডাক শুনিয়া রইলি চাইয়া
মাঝপথে তুই রইলি খাড়া
আমার মন-বাউল আয় পথ দেখিয়া
আয় ছুটিয়া আয়রে ত্বরা ।।


কথা: গুঞ্জন চৌধুরী,
সুর: ফোয়াদ নাসের বাবু
সঙ্গীতায়োজন: ফোয়াদ নাসের বাবু
কণ্ঠ: পারভেজ


তিন. বেলা যায়...


বেলা যায়...
চক্ষু চায়, মন না চায়
আলো নিভে যায়
বেলা যায়... ।।

জলের নৌকা ডাঙ্গায় তোলা প্রাণ
উজানে যায় গাইয়া ভাটির গান
বেলা যায়... ।।

সাঁঝের পুড়া হাওয়ার পুড়া বাস'
উতল হাওয়ায় মাতাল হা-হুতাশ

যাবার বেলায়
ও কি হায় কাহারও যে
দেখা নাহি পাই
বেলা যায়... ।।

চোক্ষের দিশা নিশায় মিশে যায়
মনের আশা আকাশ পানে ধায়

তোলো তোলো ঠাঁই
সময় ঘণায়, ফিরে যাবার
পথ ডাকে আয় আয়... ।।


কথা: গুঞ্জন চৌধুরী,
সুর: প্রচলিত
সঙ্গীতায়োজন: ফোয়াদ নাসের বাবু
কণ্ঠ: শরীফ বাউল