বুধবার, ১৬ মার্চ, ২০১১

বদলায় সবকিছু

বদলায় যুক্তি বদলায় তর্ক
বদলায় চেনা প্রেম চেনা সম্পর্ক
বদলায় চেনা গান, সুর তাল কথা
বদলায় আনন্দ অভিমান ব্যথা

দিন বদলের ঢেউ উথাল পাথাল
আমাদের দিন তবু তেমনই বেহাল ।।

বদলায় পোষাক আর বদলায় কেতা
এমনকি পোষাকের ক্রেতা-বিক্রেতা
বদলায় বাজার আর বাজারের দর
পথঘাট, ঘর-দোর... এই চরাচর

দিন বদলের ঢেউ উথাল পাথাল
আমাদের দিন আজও তেমনই বেহাল ।।

বদলায় দিনকাল বদলায় ঘড়ি
শাসন বদলে যায় বদলায় ছড়ি
বদলায় সবকিছু আশায় আশায়
আমাদের দিন তবু একই থেকে যায় ।।

দিন বদলের ঢেউ উথাল পাথাল
আমরা তো বরাবর তেমনই বেহাল ।।

বৈশাখ

আজ এ ভোর যেন রঙ-পিয়াসী মাতাল
হাজারো রঙের নেশাতে বেসামাল
কত পলাশ কৃষ্ণচূড়া
মন বাউল উচ্ছল-চঞ্চল
লাল সবুজে মন মাতাল

এসো রঙের খেলায় শুনে প্রাণের ডাক
ঢাকের বোলে ঐ ডাকে বৈশাখ
চলো মিলি আজ প্রাণের মেলায়
বাজিয়ে শাঁখ এলো বৈশাখ ।।

এসো সবাই
মিলে গান গাই
নতুনের আবাহনে
ভালোবাসার বাঁধনে
নেচে উঠি
এসো জীবনকে লুটি ।।

এসো সবাই
মিলে গান গাই
পেছনের দুঃখ ভোলো
ডাকে ঐ নতুন আলো
ভালোবাসি
এই খুশি এ হাসি ।।

আজকে সময় যেন থেমে রয়
বাংলাদেশের রাঙা উঠোনে
চেয়ে দেখো বারেবার
বাঙালীর জয়ে মুখরিত
প্রাণে প্রাণ মনের টানে


এসো রঙের খেলায় শুনে প্রাণের ডাক
ঢাকের বোলে ঐ ডাকে বৈশাখ
চলো মিলি আজ প্রাণের মেলায়
বাজিয়ে শাঁখ এলো বৈশাখ ।।


কথা : গুঞ্জন চৌধুরী
সুর ও সঙ্গীত : কাজী আনান
শিল্পী : সিঁথি সাহা