বদলায় যুক্তি বদলায় তর্ক
বদলায় চেনা প্রেম চেনা সম্পর্ক
বদলায় চেনা গান, সুর তাল কথা
বদলায় আনন্দ অভিমান ব্যথা
দিন বদলের ঢেউ উথাল পাথাল
আমাদের দিন তবু তেমনই বেহাল ।।
বদলায় পোষাক আর বদলায় কেতা
এমনকি পোষাকের ক্রেতা-বিক্রেতা
বদলায় বাজার আর বাজারের দর
পথঘাট, ঘর-দোর... এই চরাচর
দিন বদলের ঢেউ উথাল পাথাল
আমাদের দিন আজও তেমনই বেহাল ।।
বদলায় দিনকাল বদলায় ঘড়ি
শাসন বদলে যায় বদলায় ছড়ি
বদলায় সবকিছু আশায় আশায়
আমাদের দিন তবু একই থেকে যায় ।।
দিন বদলের ঢেউ উথাল পাথাল
আমরা তো বরাবর তেমনই বেহাল ।।
বুধবার, ১৬ মার্চ, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অনেক পুরাতন থিম নিয়ে নতুন একটি লিরিক। বাবু ভাই (ফোয়াদ নাসের বাবু)-এর সাথে নতুন একটি প্রজেক্ট FNB ft. FNB (Foad Nasser Babu ft. Friends n Bands) শুরু করতে যাচ্ছি, এটা সেই প্রজেক্টের প্রথম লিরিক।
উত্তরমুছুন