সোমবার, ৯ মে, ২০১১

যত দূরেই যাও

আর আমার কী বলার
কী আছে বোঝাবার
সবই তো বলে দিয়েছি তোমায়

যত দূরেই যাও তুমি
জে'নো সাথে আসবোই
এই কথা এই ব্যথা ভুলে
আবারও তো হাসবোই ।।

আমি কার কে আমার
ফিরে চাই কেন আর
বোঝোনা তুমি যদি হায় আমায়

যত দূরেই যাই আমি
জানি ফিরে ডাকবেই
এই পথের শেষ যেথায়
পথ চেয়ে তুমি থাকবেই ।।

হৃদয়ে তোমারই সে নাম
রেখেছি যে লিখে
এ চোখে তাকিয়ে তুমি
নাও না দেখে ।।

(৯ মে, ২০১১ ১২.৩০ রাত)


কথা: গুঞ্জন চৌধুরী
সুর ও সঙ্গীত: হৃদয় খান

1 টি মন্তব্য: