সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০১০

বাংলাদেশের প্রাণ (ফিডব্যাক-এর প্রকাশিতব্য এলবামের গান)

বাংলাদেশের গান: ফিডব্যাক

তোমার হাতে উদ্যত কুঠার
আমার হাতে স্পন্দিত গিটার
চার হাত-পায়ে টানা-পোড়েনের দ্বন্দ্বে
তুমিও বন্দী আমার ড্রামের ছন্দে
ফসলের মাঠে ঘোরে তোমার লাঙ্গল
তখনই বাজে আমার কণ্ঠে বিউগল ॥

তুমি আমি যেন একই ছবি
আমার মতোই তুমিও কবি
আমার কণ্ঠে গানের আবাদ
তোমার যন্ত্রে সৃষ্টি-নিনাদ
আমরা গড়ি বাংলাদেশের প্রাণ
আমরা করি বাংলাদেশের গান ॥

তোমার হাতের সোনালী ফসল
আমায় দিচ্ছে শঙ্কাহীন কুশল
তোমার উদ্যমে, ঘামে আর শ্রমে
আমার এ জীবন-যাপন সম্ভ্রমে
তাই, তোমার আমার উত্পাদনের গান
বাঁচিয়ে রাখে কোটি মানুষের প্রাণ

তুমি আমি যেন একই ছবি
আমার মতোই তুমিও কবি
আমার কণ্ঠে গানের আবাদ
তোমার যন্ত্রে সৃষ্টি-নিনাদ
আমরা গড়ি বাংলাদেশের প্রাণ
আমরা করি বাংলাদেশের গান ॥




কথা: গুঞ্জন চৌধুরী
সুর: ফিডব্যাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন