কবি আবার মানুষ ছিলেন কবে?
কবি হলেন, সৃজন করেন যিনি
ভাঙ্গাগড়ার ছান্দসিক উদ্ভবে
সদাই করেন ভাবের বিকিকিনি
সবাই যখন মানুষ হবার তরে
নামতা গুনে, শিখছে ব্যাকরণ
কবি তখন অংক খাতা ভরে
কী জানি সব লিখছে অকারণ
কবিরা তাই অংকে যেমন কাঁচা
হাতের লেখাও বেজায় আঁকাবাঁকা
বানান করে নিয়ম মতো বাঁচা?
তারচে’ ভালো থাকুক পকেট ফাঁকা
তবুও কবি দিব্য-মায়ায় প’ড়ে
ঘরদেয়ালেই সাজান নিজের ছাদ
সুখের লোভে কাব্যতীর্থ ছেড়ে
নিজের জন্য নিজেই গড়েন ফাঁদ!
অধিকন্তু ফান্দিয়া ভাই কত
ফাঁদ পেতেছে নানান প্রলভনে
তারা তো সব বিদ্যাপতি যত
না-মানুষ এই কবিরে কে গোনে?
মূর্খ কবির জন্য এ দেশ নয়
এই সমাজে হিসেবটুকুই ঠিক
অংকে কাঁচা হলেই বিপর্যয়
কবি, তুমি হও তো মানবিক!
বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন