বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০১০

মন খারাপের গান

মন খারাপের গান/ সুক্ষ অপমান
সুপ্ত অভিমান/ বিমূর্ত এক ছবি

বিষন্ন দু'চোখ/ সব হারানোর শোক
পালিয়ে যাওয়ার ঝোঁক/ সমান্তরাল সবই... ।।


যদিও চোখে জল/ ঠোটের ভাঁজে হাসি
এড়িয়ে যাবার ছল/ বললে, ভালোবাসি...

অনেকটা পথ এসে/ তবেই হলো বোঝা
অনেক ভালোবেসে/ নিজেই নিজের বোঝা!


পাঁজরে দাঁড় টানে/ তোমার ঘণশ্বাস
অন্তরে সবখানে/ তীব্র হাহুতাশ

আমার ভাঙ্গা মন/ তোমার আশ্রয় তবু
তোমার হাসি-গান/ স্বপ্ন আমার নয়... ।।



[প্রায় তিন বছর আগে লেখা একটা লিরিক এটা। জুনায়েদ-এর নতুন কেনা কম্পিউটারে নিজের 'দূর্ধর্ষ' টাইপিং স্পিড-এর বড়াই করতে গিয়ে এটা লিখেছিলাম, কোনোকিছু না ভেবেই! আমার কেবল ঝোঁক ছিল যেকোন মূল্যে ছন্দ মেলানোর। অনেক পরে এই লেখাটার মর্ম বুঝেছিলাম, যখন শুভ (Sarabar Kumar Chanda) এই লিরিকটায় মন খারাপ করিয়ে দেয়ার মতো একটা সুর বসিয়ে দিল... শুভকে একটা গান দিতে গিয়েও দিতে পারিনি বোরহান আহমেদ বৃহান-এর প্রতারণায়। এই লিরিকটা আজীবন তোলা থাকবে শুভর জন্য।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন