শনিবার, ১৫ জানুয়ারী, ২০১১

যোগাযোগ: Advertising Redefined...

চোখ বলে, মন শুনে যায়
খোঁজে মন বলা না বলায়
আকাশের ওপারে আকাশ
ছোঁবো তারে কোন সে ভাষায়

আগামীর দরজাটা খুলে
উঁকি দেয় সোনা-রোদ্দুর
ভুল থাক ফসলে ও ফুলে
শিখে নেবো শুদ্ধ সুর ।।


আগের মতোই সেই দিন
আগের সে তারা ভরা রাত
আবার সাজুক না রঙ্গীন
থাকুক এ হাতে ধরা হাত ।।


সবাই সবার পাশাপাশি
উদ্দিপনায় উদযোগে
পুরনো সে দিন সেই হাসি
ভালোবাসার যোগাযোগে

যতবার জিতেছো তুমি
সে বিজয় আমারই তো জয়
আমাদের মিলিত বিজয়ে
আগামীর চোখে বিষ্ময় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন