ধরা যাক, এ বছর বারোমাস মিলে
বৃষ্টি যা হলো, তাতে ভিজলো না মাটি
রজনীগন্ধা তবু ফুটবেই টবে
বেলীফুল সাজবে তোমার কালো চুলে।
হয়তো হবেনা স্নান নবধারা জলে,
ভেজা গায়ে জড়াজড়ি এক ছাতা-তলে,
নৌকাভ্রমনে গিয়ে শাপলা-শালুক
অযথা যাবেনা তোলা, এটুকুই দু:খ!
বিপদ যা হবে সে তো চাষাভুষোদের।
গোফে তেল কচলাবে ফড়িয়া-দালাল,
গেরস্থ ঘর বেচে সাজবে কাঙ্গাল-
এমন কী ক্ষতি তাতে হবে আমাদের?
ফাল্গুনে রাতভর বৃষ্টি না হলে
কেন যে আধার হয় চাষাদের মুখ,
কী করে বুঝবে বলো নাগরিক মন?
নগরে বৃষ্টি মানে খিচুড়ীর ভূখ!
মঙ্গলবার, ৩০ জুন, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন