মঙ্গলবার, ৩০ জুন, ২০০৯

গৌরাঙ্গ বচন

অদ্ভুত আঁধারে ঢেঁকে দিয়ে চরাচরে
ধান ভানে রোজ কত স্বর্গীয় ঢেঁকি
ঘোর কালো আঁধারের পটভূমি জুড়ে
কারা যেন গুণে যায় পার্থিব নেকী

অগণন জনগণ মহা জনস্রোতও
বহুমত বহুপথ বহুতে হারায়
স্বর্গের ঢেঁকিরা তাই মর্ত্যে সমাগত
সেই পুরাতন শীব-গীত গেয়ে যায়

শীব-নৃত্যে মর্ত্যবৃত্তে তাণ্ডব প্রবল
শান্তিপ্রিয় জনগণে স্বস্তিহারা চোখ
নিজভূমে পরবাসী দুস্থ প্রজাকূল
তাহাদের হত:শ্বাসে কাঁপে দেবলোক

এহেন জটিল ক্ষণে দৃশ্যপটে দেখি
উদ্ভবে স্বদর্পে এক গৌর-মহাজন
কপাল-কুঞ্চণে উদ্বেগ-রেখা মেকি
আগমন-হেতু নাকি সন্ত্রাস-দমন

গৌরজনে শুরু করে নব লীলাখেলা
গৌরাঙ্গ-বচনে হলো কান ঝালাপালা
"ভূলোক কাঁপায় যবে দানব-চিত্কার
শান্তিলাভে যজ্ঞ করো, দানব-সংহার!"

গৌরাঙ্গ বচনে বলে: "স্বর্গ দেবতার,
ধূলি-ধূষরিত মর্ত্য তাহাদের নয়;
গৌর মহাজনে জেনো মর্ত্য ঠিকাদার"
কৃপা লাভে তার, দেবও করে অনুনয়।

গৌরদেব-শিষ্যকূল মহা উল্লাসে
মর্ত্যজুড়ে বিস্তারিছে শান্তি কথামৃত
শান্তিবাণী শুনে সবে কাঁপে মহাত্রাসে
বালবৃদ্ধ নরনারী সংকটে শঙ্কিত

গৌরাঙ্গের চোখে জ্বলে বিশ্বজয়-ক্ষুধা
যখন যে ভূমি তার মনে ধরে যায়
হস্তগত করতে তাকে শান্তিবাণী-সূধা
নিজস্ব নিয়মে গৌর সকলে শোনায়

যে সকল ভূমিতলে তেজস্বী তরল
সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে
সে ভূমি করিতে গ্রাস গৌর করে ছল
সন্ত্রাস দমন করে যুদ্ধ আয়োজনে

অধমের মনে জাগে শঙ্কা নানাবিধ
গৌর বলে বঙ্গভূমি ভাসে তেল-স্রোতে
তদুপরি শীব-নৃত্য, কারণ বিবিধ,
কী করে বাচাই প্রাণ গৌর-রোষ হতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন