কান্না যদি পেলই তবে কাঁদো
কান্না চোখে ঝাপসা দেখায় চাঁদও
ঝাপসা চোখে বিষাদ-কাজল এঁকে
তাকিয়ে আছো করুণ ইজেল থেকে
এই ছবিটাই সত্যি জেনো বটে
তাতেই তোমার সঠিক আদল ফোটে
আনন্দ কি তারচে’ ভালো লাগে!
আমারও তাই কাঁদতে ভালো লাগে
তোমার তরে কাঁদার এমন সাধ
তোমায় দেখেই নিচ্ছে মেনে বাধ
সময় যদি তোমার কাছে নেয়
বলবো, তোমার এ ভারি অন্যায়
আমায় যদি হাসতে তুমি বলো
তুমিও নাহয় অশ্রু মুছে ফেলো
দেখবে সবই, ঝাপসা চোখে চেয়ে
এমন সবুজ!বিষাদ জলে নেয়ে...
বুধবার, ১ জুলাই, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন