আমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাওয়া
তোমার চোখে চেয়ে
এমনিই বয়ে যাওয়া
আকাশ অনেক দূর
রোদটা কাছাকাছি
মেঘের ছায়া চোখে
স্বপ্ন মিছেমিছি
স্বপ্ন জ্বলে চোখে
বিষাদ-পোড়া ধোঁয়া
তোমায় দেখে তাই
এমনিই বয়ে যাওয়া ।।
অগ্নিতৃষা বুকে
পাঁজর জ্বলে ছাই
চাইলে তোমার চোখে
আমার আমি নাই
আমার খোঁজে যত
তোমার পানে ধাওয়া
তোমায় চোখে চেয়ে
এমনিই বয়ে যাওয়া ।।
রবিবার, ৫ জুলাই, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন