রবিবার, ৫ জুলাই, ২০০৯

হেমন্ত (একটি অসময়ের কবিতা)

হেমন্ত এক ব্যর্থ ঋতুর নাম
নতমুখে অলক্ষ্যে দ্বার ধরে
শিশির-ভেজা মাটিতে নখ খোঁটে
ঠাঁই যদি পায় দণ্ড-দুয়ের তরে

শরত এলো এবং চলে গেল
বর্ষা তবু ন্যাওটা ছেলের মতো
কামড়ে থাকে বাংলাদেশের মাটি
হেমন্ত তাই শুরুর আগেই গত!
পাঁজির মতে কার্তিকে স্পষ্টতঃ
দূর্গাদেবী সাজেন দশভূজা
লগন মেনেই চ্যাঁচায় কাঁশি, তবু
বলছে সবাই "শারদ-দূর্গাপূজা"

কাতিক' আগু'ন কেবল সমাদৃত
ফসল কাটার মরশুমে বাংলায়
ফসল কোথা! হেমন্তকাল তাই
এমনি আসে, এমনি'ই চলে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন