" ঘুমের মতো শান্ত কিছু মেঘ জমেছে
দুঃখের মতো নীল-নির্জন আকাশ জুড়ে
হাওয়ার মতো বল্গাহারা ভাবনা মনে
দ্বিধার মতো প্রশ্ন কিছু দিচ্ছে ছুঁড়ে
ক্রোধের মতো তপ্ত রোদে ভিজছি যখন
প্রেমের মতো রক্তজবা চাউনি চোখে
জলের মতো তরল হাসি তোমার ঠোঁটে
আমায় কেন আঁচড়ে দিলে গরল-নোখে!
ঘুমকাতুরে মেঘবালিকা তোমার বাড়ি
খুঁজতে গিয়ে যাই ছুটে কোন্ দূরের পাহাড়
তুমিই তখন করতে লিপিবদ্ধ আমায়
পাঁজর থেকে খসিয়ে নিলে আমারই হাড়
আমিও লিপিবদ্ধ হলাম অবশেষে
লিখতে গিয়ে তোমার কথা, মনের ভুলে;
'কবি এবং কাব্য' কে কার তীর্থভূমি?
কেউ কোনওদিন পায় কি জবাব, প্রশ্ন তুলে! "
রবিবার, ৫ জুলাই, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন