সোমবার, ৬ জুলাই, ২০০৯

বর্ষা বিষাদ

বৃষ্টিরা জমে থাকে
থমথমে মুখে মেঘেদের বুকে
বৃষ্টিরা জমে থাকে
কার্নিশে ঝুঁকে বিষাদিত চোখে
বুড়ো কাক চেয়ে থাকে
বুড়ো কাক তা-ই দ্যাখে...

তারই ফাঁকে,
এলোমেলো প্রায় অপূর্ণতায়
পালকেরা খসে যায়
আহা পালকেরা খসে যায়...
মেঘেরা তা দেখে বিষন্ন মুখে
দূরে দূরে ঘুরে ঘুরে
সরে যেতে চায়...

দেখি উদাসী হাওয়ারা বড় দায়সারা
দেয়নাকো সাড়া মেঘেদের ডাকে
তাই-
বৃষ্টিরা ঝরে পড়ে

থমথমে মুখে মেঘেদের থেকে
বৃষ্টিরা ঝরে পড়ে
কার্নিশে বসে জলে ঠোঁট ঘষে
ঝরা পালকের ঝড়ে,
ঝ’ড়ো কাক মেঘ দ্যাখে
অসহায় কাক তা’ই দ্যাখে


(৩০.১২.২০০৫)

২টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. ধন্যবাদ। দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। আমার ব্লগের ইমেইল নোটিফিকেশনে গোলমাল আছে, ওয়েব-অ্যাডমিনিস্ট্রেশনের কিছুই আমি বুঝি না বলে সংশোধনও করতে পারি না। আজ ঘটনাক্রমে পুরনো লেখা দেখতে পেয়ে আপনার দেড়বছর আগের মন্তব্য দেখে নিরতিশয় লজ্জিত হলাম!

      মুছুন