রবিবার, ৫ জুলাই, ২০০৯

তুই

তোকে নিয়ে গান গাইতে গেলেই
আকাশ কাঁদে, বিজলী জ্বলে হিংসায়
তুই হাসলেই মেঘেরা সামাল!
বুকের ভিতর রোদ্দুর ডাকে আয় আয়।।

হলুদ ফুলের মাঠের উপর দিয়ে
তাকিয়ে থাকি তোরই পথ চেয়ে
হঠাত কোথাও সুবাস ছড়ালে জুঁই
বুঝতে পারি, কাছেই আছিস তুই ।।

বৃষ্টির মতো রিমঝিম সুরে
কষ্টের ধারা ঝরে ঝরে পড়ে
আস্থার কাঁটা বড় নড়বড়ে
উড়ে যাই হতাশায়... ।।

হাত মানে কি কেবলই হাতছানি
হাতের পিঠে হস্তরেখাও থাকে
হাতের মুঠোয় ধরেছি হাতখানি
দেখবো কোথায় সুখের পাখি থাকে ।।

*এটা আমার লেখা একটা টিভি নাটকের গান, এর তিনটি অংশ তিনটি বিশেষ অবস্থাতে শোনানোর জন্যে লেখা। প্রথম আট লাইন ছোট্ট একটি মেয়েকে নিয়ে (যার বাবা ইচ্ছে করে হারিয়ে গেছে, সেই শোকে মা অপ্রকৃতিস্থ হয়ে পাগলাগারদে বন্দী) তার বড়ভাই গাইছে। পরের চার লাইন সেই ছেলেটিই গাইছে, যখন সে একটি অতুলনীয়া তরুণীর দ্বারা প্রপোজড হয়, কিন্তু তাতে সাড়া দিতে সাহস পায় না। শেষ চার লাইনে মেয়েটি তাকে আস্বস্ত করতে চায়। (চার আনার গানের বারো আনা ভুমিকা! মাইর না খাই পাবলিকের!!)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন